একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)।
এখন থেকেই বাংলাদেশ রিপাবলিকান পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেই আলোকেই প্রতিনিয়ত দলটি মিছিল, মিটিং, মানববন্ধন, শীর্ষক আলোচনা সভা করে যাচ্ছে জাতীয় প্রেসক্লাব এর ভিতরে এবং সামনে। মিশিল করছে প্রতিনিয়ত পল্টন, মালিবাগ, মৌচাক, দৈনিক বাংলা, মতিঝিল সহ ঢাকা শহরের প্রতিটি আনাচে কানাচে। পরপর এবছরেই করেছে একাধিক মানববন্ধন। ১৩ জানুয়ারি সংবিধান অনুয়ায়ী দ্রুত একাদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে এবং ১০ই মার্চ চাল,তেল,ডাল এর দাম কমানোর দাবিতে এবং১৭ ফেব্রুয়ারি শীর্ষক আলোচনা সভা করেছে প্রেসক্লাবে। আর সবগুলো মানববন্ধন ছিল শান্তিপূর্ণ। তাছাড়া দলের ১৬তম কার্যনির্বাহী সভা করেছে জাতীয় শিশু কল্যাণ পরিষদে, জমকালো ভাবে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী করেছে দলের পার্টি অফিসে।
এই প্রতিবেদকের সাথে একান্ত আলোচনায় পার্টির দপ্তর সম্পাদক বিদুৎ সাহেব এবং সাংগঠনিক সম্পাদক থেকে জানা গেল যে, এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। এরই পেক্ষিতে দলটি তাদের ২৬০টি আসনের প্রার্থী প্রায় চুড়ান্ত করে ফেলেছে। দলের শৃংঙ্খলার স্বার্থে সকল প্রার্থীর নাম এখন প্রকাশ করছেন না। আগামী ২৪শে মার্চ জাতীয় শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ রিপাবলিকান পার্টি'র চেয়ারম্যানের কে এম আবু হানিফ হৃদয় এর সভাপতিত্বে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
এরই মধ্যে কিছু প্রার্থীর নামের তালিকা আমাদের হাতে এসেছে, কে.এম আবু হানিফ হৃদয় ঢাকা-৫, মোঃ শফিকুল ইসলাম খোন্দকার মুন্সিগঞ্জ-২ এডভোকেট জিনাত ফেরদৌস ঝুমা নারায়ণগঞ্জ-৪, এডভোকেট হামিদুর রহমান জলিল বরিশাল-২, মিসেস্ আমিনা মর্তুজা টলি ঢাকা-৮, মোঃ কামাল হোসেন ঢাকা-১৪, মোঃ ফখরুল ইসলাম মিলন কুমিল্লা-৮, এডভোকেট আলমগীর আলম ঝালকাঠি-১, মোঃ মনিরুল আলম বি-বাড়ীয়া-৪, মোহাম্মদ আব্দুল মালেক কুমিল্লা-১, মোঃ বাবুল গাজী খুলনা-৩, জাহাঙ্গীর আলম হেলাল চাঁদপুর-৫, মোঃ নুর ইসলাম গোপালগঞ্জ-২, মোঃ আব্দুস সুবহান বগুড়া-৬, ডাঃ তোফায়েল ইসলাম কুমিল্লা-৫, মোঃ জাহিনুর রহমান বিদ্যুৎ যশোর-২, মোঃ আবুল কালাম পলাশ কুমিল্লা-২, মোঃ আলাউদ্দিন সিদ্দিকী বরিশাল-১, মাওলানা জয়নাল আবেদীন যুক্তিবাদী নারায়ণগঞ্জ-৩, মোঃ ওসমান গণী বাগেরহাট-২, মোঃ পিয়াস খাঁ পিরোজপুর-৪, আল-গালিব তুহিন চুয়াডাঙ্গা-৩, মাওলানা নাজিম উদ্দিন আল-আযহারী ঢাকা-১১, কাজী আশরাফুল ইসলাম বি-বাড়ীয়া-৩, এডভোকেট রুহুল আমিন ঝালকাঠি-২, শেখ খায়রুল ইসলাম টিপু পটুয়াখালী-৩, এম.এ মতিন নওগাঁ-৪, শেখ মোঃ সালেহ উদ্দিন নোয়াখালী-৪, মোঃ নাজিমউদ্দিন মাদারীপুর-৩, মোঃ লুৎফর রহমান ফরিদপুর-৩, রাজেশ কুমার সাহা পিরোজপুর-১, ইঞ্জিনিয়ার মঞ্জুর হোসেন বাগেরহাট-১, জহিরুল ইসলাম টুটুল বি-বাড়ীয়া-৬, মাওলানা এমদাদুল হক কুমিল্লা-৭, মোঃ আব্দুর রহমান নারায়ণগঞ্জ-৪, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জহুরুল কবির চাপাইনবাবগঞ্জ-২, অধ্যক্ষ শাখাওয়াত হোসেন ময়মনসিংহ-৬, মোঃ আরশাদ আলী মানিকগঞ্জ-৩, মোঃ ওসমান ভূইয়া নরসিংদী-১, মোঃ নজরুল ইসলাম ঢাকা-৭, মোঃ বেল্লাল হোসেন পিরোজপুর-২, মোঃ নুরুজ্জ্মান পিরোজপুর-৩, মোঃ ফেরদৌস হাসান বরগুনা-১, মোঃ কবিরুল হাসান লালন কুষ্টিয়া-১, মোহাম্মদ আলী মাষ্টার ঢাকা-৪।
নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক প্রাণহানিতে নিহতদের স্মরণে...
পেশায় তিনি একজন ভ্যানচালক। টাকাপয়সা বা জমিজমা তেমন কিছুই নেই। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কিন্ত...
মো জুয়েল রানা: ‘জানবে বিশ্ব জানবে দেশ,দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাংলাদেশ’ এই শ্লোগানকে...
উন্নত বিশ্বে একটি পরিচিত শব্দ টোল আদায় , যেমন...
মন্তব্য (0)
ফেসবুক মন্তব্য (0)